সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হরিরামপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

হরিরামপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ পেনশন স্কিমের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার। 

প্রধান অতিথির বক্তব্যে রেহানা আক্তার বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি আপাতত চার ধরনের কর্মসূচি চালু করা হচ্ছে। 

এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। বাংলাদেশের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় থাকবেন। সকলে স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে যুক্ত থাকার জন আহ্বান জানিয়ে  বলেন, ব্যক্তি তার মোট কিস্তির সর্বনিম্ন ২.৩০ গুণ থেকে ১২.৩১ গুণ পর্যন্ত টাকা পেনশন পাবেন। 

ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ। হরিরামপুর থানার ওসি শাহ নূরে আলম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার জহুরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ